ঢাকা, মঙ্গলবার   ২৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

 দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত না করার আহবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ২৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনুর রশিদ আজ এক বিবৃতিতে বলেছেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না। দেশের ক্রান্তিকালে দেশপ্রেমিক সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। ৫ই আগস্ট পট- পরিবর্তনের পর সেনাপ্রধান ও সেনাবাহিনীর ভূমিকা সকলের মনে রাখা উচিত। তারা যদি মাঠে না থাকতো তাহলে দেশ আজ কোথায় দাঁড়াতো? সবকিছু মনে রাখতে হবে। 

রোববার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। 

জাতীয় পার্টির মহাসচিব বিবৃতিতে আরও বলেন, সেনাবাহিনীকে কোনো অবস্থাতেই জনগণের মুখোমুখি দাঁড় করানো যাবে না। সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে, সেটা জাতির জন্য ভালো হবে না। কিছু মানুষের বক্তব্য শুনলে মনে হয় সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করালেই যেনো তারা ক্ষমতার মসনদে বসতে পারবে। এসব কথাবার্তা দেশকে অনিশ্চিত পথে ধাবিত করছে। আবেগের বশবর্তী হয়ে যারা সেনাপ্রধান ও সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টায় লিপ্ত, তাদের কথাবার্তায় লাগাম দেওয়া উচিত। আমাদের মনে রাখতে হবে দেশপ্রেমিক সেনাবাহিনী এদেশের মানুষের আশা ভরসার প্রতীক।

কাজী মামুন বলেন, সশস্ত্রবাহিনী দেশ মাতৃকার সেবায় সবসময় নিয়োজিত। দেশবাসীর প্রয়োজনে সশস্ত্রবাহিনী কখনো সেনানিবাসে বসে থাকেনি। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের ডাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি প্রতিষ্ঠায়  সফলতার সাথে দায়িত্ব পালন করে থাকে। জাতীয় পার্টি স্পষ্টভাবে মনে করে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান কে কোন প্রশ্নের মুখোমুখি করা যাবে না। আমরা মনে করি যারা এই অপচেষ্টায় লিপ্ত, তার দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বকে নিয়ে চক্রান্ত করছে। স্বাধীনতা বিরোধী শক্তির এ ধরনের সকল অপতৎপরতা রুখে দেওয়ার জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহবান জানাই।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি